http://www.facebook.com/login.php
নিচের মত একটি পৃষ্ঠা আসবে। এবার মাউনের ডান বাটনে ক্লিক করে View Page Source এ ক্লিক করুন। একটি নতুন পৃষ্ঠা খুলবে। নীচে দেখুন।
এবার সোর্স কোডের সবগুলো কপি করে নিন।
ব্রাউজারে লিখুন http://www.ripway.com
সাইট আপ করুন। নিচে লক্ষ্য করুন।
লগইন করুন। My Files এ ক্লিক করুন। Create Text File এ ক্লিক করুন।
Enter a file name এ আপনি লিখুন login.php
এর নীচের টেক্স এরিয়ায় আপনি ফেসবুকের লগইন পেজের যে সোর্স কোড কপি করেছেন সেটি পেষ্ট করে দিন। নিচে লক্ষ্য করুন।
পেষ্ট করা হয়ে গেলে Create এ ক্লিক করুন। একটি টেক্সট ফাইল তৈরী হবে। আবার Create Text File এ ক্লিক করুন। Enter a file name এ আপনি লিখুন password.php
টেক্সট এরিয়ায় নিচের কোডটুকু লিখুন।
উপরে লক্ষ্য করুন কালো রং করা স্থানে আপনি আপনার লিংক ইউআরএল বসান। ঐটা হচ্ছে আমার ইউআরএল। সাধারনত ইউআরএল ফরম্যাট হয় “http://h1.ripway.com/আপনার ইউজার নেম”
শেষে Create বাটনে ক্লিক করুন। এখন আপনি দুটি টেক্সট ফাইল তৈরী করেছেন।
এবার আমরা login.php ফাইলটি এডিট করব। আপনার ব্রাউজারে Crtl+F চাপুন। এবার Find বক্সে লিখুন <form
এবার <form থেকে ব্লক করা শুরু করুন। শেষ করুন নীচের চিত্র দেখুন।
ডিলিট করে দিন। এর স্থলে বসান নিচের কোডটি।
Save এ ক্লিক করুন।
এবার login.php এর লিংকটি কপি করে আপনি যার একাউন্ট হ্যাক করতে চান তাকে পাঠিয়ে দিন এবং মজা দেখুন।
যখন
আপনার বন্ধু লগইন করবে তখন My Files এ ক্লিক করলে দেখতে পাবেন
password.txt নামে আরেকটি ফাইল তৈরী হয়েছে। ঐ ফাইলের Edit এ ক্লিক করলেই
আপনি ভিকটিমের লগইন ও পাসওয়ার্ড পেয়ে যাবেন। এভাবে আপনি যেকোন সাইটের ফিশিং
স্ক্রিপ্ট বানাতে পারবেন শুধু লগইন ইউআরএল টা বের করতে হবে আরকি……..lolz
ripway এর মত আরো কয়েকটি হোস্টিং সাইটhttp://www.byethost.com/free-hosting
http://www.000webhost.com
http://www.0php.com
কিভাবে ফিশিং লিংক হাইড করবেন
প্রথমে নীচের দুটি লিংকের যেকোন একটিতে প্রবেশ করুন।http://www.tinyurl.com
http://www.dot.tk
http://www.bit.ly
এবার ফিশিং লিকটি কপি করে নিন। উপরের যেকোন একটি সাইটে লিংকটি বসিয়ে ছোট করে নিন। হয়ে গেল লিংক হাইড।
এবার ফিশিং থেকে রক্ষা পাবার উপায়
- শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। (অবশ্যই ১১ ডিজিট, স্মল ও ক্যাপিটাল অক্ষর, চিন্হের সমন্বয়ে গঠিত)
- ইমেইল খোলার ব্যাপারে সাবধান থাকবেন।
- কেউ কোন লিংক দিলে তা যাচাই করে নিবেন। ফায়ারফক্সের ক্ষেত্রে এখান থেকে এই এডঅনটি ডাউনলোড করে নিন। আর লিংক যাচাইয়ের জন্য এখানে বা এখানে ক্লিক করুন।
- যেনতেন জায়গায় রেজিষ্ট্রেশন করবেন না।
No comments:
Post a Comment