আসসালামু আলাইকুম,
সফটওয়্যার সম্পর্কে কিছু তথ্য—
সকলকে আমার শুভেচ্ছা রইলো।
আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আপনাদের প্রিয় উইন্ডোজ ৮ এর জন্য একটি
ঝামেলামুক্ত স্টার্ট বাটন এনেছি। যা ব্যবহারে খুব সহজ। এটি ফ্রীওয়্যার সফটওয়্যার।
ফলে কোন ক্র্যাক,প্যাচ, রেজিসট্রি ঝামেলা নাই। শুধু ইন্সটল করুন আর রিস্টার্ট
করুন— আপনার প্রিয় স্টার্ট বাটন হাজির হয়ে যাবে আপনার খেদমদে!!
প্রথমেই সবার প্রশ্ন উঠতে
পারে, স্টার্ট বাটন নিয়ে ২য় পোস্ট করলেন কেন? কারণ আগের পোস্টের স্টার্ট বাটনটা
ফ্রীওয়্যার ছিল না, তাতে ক্র্যাক ছিল। ফলে অনেকে আমারে ঝাড়ি দিছে
। তাই যারা ক্র্যাক করতে অসুবিধা হয়, ঠিকমত ব্যবহার করতে সমস্যা হয়, তাদের জন্য
আজকের স্টার্ট বাটন ফ্রীওয়্যার সফটওয়্যারতি খুব ভালো কাজ করবে বলে আমি আশা করি।
সফটওয়্যারটি একদম ফ্রী,কোন টাকা লাগবে না। তাদের কোম্পানি সদ্য ২৯ মে কার্যক্রম
শুরু করেছে। তাই তারা এটা ফ্রীওয়্যার করে বাজারে ছেড়েছে। কি জানি! পড়ে ব্যবসা লাটে
উঠলে টাকা পয়সা চায় নাকি! তাই ফ্রীওয়্যার থাকতেই ডাউনলোড করে ফেলুন!!
সফটওয়্যার সম্পর্কে কিছু তথ্য—
- নামঃ StartW8- Start Menu for Windows 8
- রিলিসঃ ১ জুন, ২০১৩
- সাইজঃ ১.৭২ এমবি
- ভার্সনঃ ১.১.৪১.০
- দামঃ ফ্রীওয়্যার
সফটওয়্যার ফিচার সম্পর্কে কিছু তথ্য—
- ইন্সটল করে Sign-in করা মাত্রই স্টার্ট বাটন হাজির।
- ডিজাইন উইন্ডোজ ৮ কিন্তু ফাংশন উইন্ডোজ ৭ এর মত।
- ইংলিশ ছারাও ২৫টা এক্সট্রা ল্যাংগুয়েজ বা ভাষা রয়েছে স্টার্ট মেনুতে।
- লগ-অফ, সাইন-আউট, শাটডাউন, রিস্টার্ট বাটন সুবিধা রয়েছে।
- ডেক্সটপের চারদিকে হট কর্নার বন্ধ করার সুবিধা রয়েছে স্টার্ট বাটন সেটিংসে।
- একটু বেশি বড়ভাবে ফাইল সার্চ করার নতুন এক্সট্রা সার্চ যুক্ত করা আছে।
No comments:
Post a Comment