ওয়েব ডেভেলোপারদের কাজের সহযোগিতার জন্য অনলাইনে অনেক Tools বিদ্যমান তবে কিছু
অসাধারণ Tools আছে যা নবীন প্রবীণ সকল ডেভেলোপারদের সারাজীবন কাজে লাগে । আমার
আজকের টিউন সেই সব গুরুত্বপুর্ন কিছু Tools নিয়ে ।
১। Firebug : Firebug হল Mozilla Firefox এর একটি extension যাতে রয়েছে ওয়েব ডেভেলোপমেন্ট কাজের জন্য অনেক সুবিধা । এতে রয়েছে built-in JavaScript debugger যা ডেভেলোপারদেরকে ধাপে ধাপে script লিখা এবং লিখিত script গুলোর ভুল ধরিয়ে দেয় ।
২। Internet Explorer Developer Toolbar : Internet Explorer Developer Tool হল Firebug এর মতই Internet Explorer এর একটি Add-ons যা internet explorer এ site এর লিখতে সাহায্য করে । বিশেষ করে যে সকল ডেভেলোপার Safari বা Firefox ব্যাবহার করেন তাদের Cross-compatibility সমস্যা সমাধানে Internet Explorer Developer একটি গুরুত্বপুর্ন Toolbar।
৩। DOMTool : DOM একটি অসাধারণ tool যা ডেভেলোপারদের অনেক সময় বাচিয়ে দেয় । DOM HTML আকারে ইনপুট নেয় এবং সঠিক output প্রদান করে ।
৪। CSSTidy : CSSTidy হল একটি opensourse application CSS কোড কে optimize করে এবং ফাইল সাইজ বহুলাংশে কমিয়ে দেয় ফলশ্রুতিতে website এর স্পীড বৃদ্ধি পায় । CSSTidy কিভাবে কাজ করে তা বুঝার জন্য “before and after” উদাহরণ ভালভাবে দেখতে পারেন ।
৫। Intuitive Color Picker : পছন্দ মত কালার নির্বাচন করার ক্ষেত্রে এটি একটি ভাল টুলস। মাউস মুভ করে কালার hue এবং lightness ঠিক করে আপনি আপনার পছন্দের কালার ওয়েবসাইট এ ব্যাবহার করতে পারেন।
৬। TinyPNG : এটি একটি অনেক স্মার্ট টুলস যা ইমেজ সাইজ কমানোর জন্য লাগে। টুলস টি png ফাইল ৭০% পর্যন্ত কমিয়ে ফেলতে পারে । আর আমি বিশ্বাস করি আপনি দুই ইমেজ এর মধ্যে কোন পার্থক্য পাবেন না ।
৭। Bootstrap : Twitter bootstrap হল একটি অসাধারণ টুলস যা দ্বারা আপনি এক ঘণ্টার মধ্যে অবিশ্বাস্য responsive website তৈরি করতে পারবেন। Twitter bootstrap সবচেয়ে বড় সুবিধা হল এখানে আপনি প্রচুর উদাহরণ পাবেন যা আপনাকে ওয়েবসাইট তৈরিতে দারুন সহযোগিতা করবে। সময় পেলে আমি আপনাদের জন্য Twitter bootstrap এর উপর ভিডিও টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব।
৮। 960 grid : 960 Grid System হল আর একটি less framework যা responsive website তৈরি করতে সহযোগিতা করে ।
৯। Clean AJAX : Clean AJAX বিভিন্ন JavaScript-based সফটওয়্যার যেমন PHP, RoR, and .NET এর কোড কমাতে এবং performance বাড়াতে সহযোগিতা করে
Collected
BDSERVE
১। Firebug : Firebug হল Mozilla Firefox এর একটি extension যাতে রয়েছে ওয়েব ডেভেলোপমেন্ট কাজের জন্য অনেক সুবিধা । এতে রয়েছে built-in JavaScript debugger যা ডেভেলোপারদেরকে ধাপে ধাপে script লিখা এবং লিখিত script গুলোর ভুল ধরিয়ে দেয় ।
২। Internet Explorer Developer Toolbar : Internet Explorer Developer Tool হল Firebug এর মতই Internet Explorer এর একটি Add-ons যা internet explorer এ site এর লিখতে সাহায্য করে । বিশেষ করে যে সকল ডেভেলোপার Safari বা Firefox ব্যাবহার করেন তাদের Cross-compatibility সমস্যা সমাধানে Internet Explorer Developer একটি গুরুত্বপুর্ন Toolbar।
৩। DOMTool : DOM একটি অসাধারণ tool যা ডেভেলোপারদের অনেক সময় বাচিয়ে দেয় । DOM HTML আকারে ইনপুট নেয় এবং সঠিক output প্রদান করে ।
৪। CSSTidy : CSSTidy হল একটি opensourse application CSS কোড কে optimize করে এবং ফাইল সাইজ বহুলাংশে কমিয়ে দেয় ফলশ্রুতিতে website এর স্পীড বৃদ্ধি পায় । CSSTidy কিভাবে কাজ করে তা বুঝার জন্য “before and after” উদাহরণ ভালভাবে দেখতে পারেন ।
৫। Intuitive Color Picker : পছন্দ মত কালার নির্বাচন করার ক্ষেত্রে এটি একটি ভাল টুলস। মাউস মুভ করে কালার hue এবং lightness ঠিক করে আপনি আপনার পছন্দের কালার ওয়েবসাইট এ ব্যাবহার করতে পারেন।
৬। TinyPNG : এটি একটি অনেক স্মার্ট টুলস যা ইমেজ সাইজ কমানোর জন্য লাগে। টুলস টি png ফাইল ৭০% পর্যন্ত কমিয়ে ফেলতে পারে । আর আমি বিশ্বাস করি আপনি দুই ইমেজ এর মধ্যে কোন পার্থক্য পাবেন না ।
৭। Bootstrap : Twitter bootstrap হল একটি অসাধারণ টুলস যা দ্বারা আপনি এক ঘণ্টার মধ্যে অবিশ্বাস্য responsive website তৈরি করতে পারবেন। Twitter bootstrap সবচেয়ে বড় সুবিধা হল এখানে আপনি প্রচুর উদাহরণ পাবেন যা আপনাকে ওয়েবসাইট তৈরিতে দারুন সহযোগিতা করবে। সময় পেলে আমি আপনাদের জন্য Twitter bootstrap এর উপর ভিডিও টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব।
৮। 960 grid : 960 Grid System হল আর একটি less framework যা responsive website তৈরি করতে সহযোগিতা করে ।
৯। Clean AJAX : Clean AJAX বিভিন্ন JavaScript-based সফটওয়্যার যেমন PHP, RoR, and .NET এর কোড কমাতে এবং performance বাড়াতে সহযোগিতা করে
Collected
BDSERVE
No comments:
Post a Comment