অনেকদিন ধরে আমি বিজ্ঞান প্রযুক্তিতে কিছু লিখবো ভাবছি কিন্তু সময়ের কারনে
লেখাহয়না। যাহোক আল্লাহর অসেস রহমতে আজ লিখতে পারলাম। বিজ্ঞান প্রযুক্তিতে এটা আমার
প্রথম লেখা তাই ভুল হলে ক্ষমা করবেন। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো তাহলো কিভাবে আপনি আপনার কম্পিউটার এর স্টার্ট
মেনুতে স্টার্ট লেখার পরিবর্তে আপনার পছন্দ অনুযায়ি টেক্সট স্থাপন করে দিতে
পরবেন।
১। এর জন্য আমাদের প্রথমেই প্রয়োজন “Resource_Hacker” নামের 544Kb এর একটি সফটওয়্যার। সফটওয়্যারটি আপনি “এইলিঙ্ক”থেকে ডাউনলোড করতেপারেন।
২। এবার আমাদের যা করতেহবে তাহলো সফটওয়্যারটি ওপেন করে উপরে ডানপাসে file>Open এ ক্লিক করতে হবে। Open এ ক্লিক করলে একটি নতুন window আসবে। নতুন window তে উপরে Look in box এ ক্লিক করে আপনার C: drive সিলেক্ট করেদিন।
৩।এবার নিচের পপ-আপ মেনু থেকে windows>explorer.exe সিলেক্ট করুন এবং ওপেন করুন।
৪। explorer.exe ফাইলটি ওপেন হলে বাম পাসে 37 নাম্বার ফোল্ডার হতে 1033 এ ক্লিক করলে ডানপাশে “start” লেখা দেখতে পাবেন ওখানে “start” লেখার পরিবর্তে আপনার নিজের নাম বা অন্য কিছু লিখে উপরে Compile Script এ ক্লিক করুন।
৫।এবার save as এ গিয়ে Explorersajjat.exe এই নামে windows Directory এর ভিতর সেভ করুন। অবশ্যই আপনাকে “.exe” Extention যুক্ত করে দিয়ে সেভ করতে হবে। এবার Resource_Hacker Close করে বেরিয়ে আসুন।
৬।এরপর আপনাকে যা করতে হবে তাহলো start>Run এ গিয়ে regedit লিখে ওকে করুন। Registry editor Open হবে।
৭। Registry editor Open হলে সেখান থেকে HKEY_LOCAL_MACHINE, SOFTWARE, Microsoft, Windows NT, Current version, and Winlogon Expand করতে হবে।
8। এবার WinLogon folder এর ডান পাশ থেকে Shell এর উপর Right button এ ক্লিক করে Modify সিলেক্ট করতে হবে। এবার Explorer.exe এর পরিবর্তে Explorersajjat.exe লিখে দিন।
৯। এবার কাজটি শেষ করার পর Ok তে click করে বেরিয়ে আসুন। এবং কম্পিউটারটি রিস্টার্ট দিন ।
দেখুন আপনার Taskbar এর Start লেখাটি বদলে গিয়ে আপনার নিজের পছন্দের নামটি চলে এসেছে।
১। এর জন্য আমাদের প্রথমেই প্রয়োজন “Resource_Hacker” নামের 544Kb এর একটি সফটওয়্যার। সফটওয়্যারটি আপনি “এইলিঙ্ক”থেকে ডাউনলোড করতেপারেন।
২। এবার আমাদের যা করতেহবে তাহলো সফটওয়্যারটি ওপেন করে উপরে ডানপাসে file>Open এ ক্লিক করতে হবে। Open এ ক্লিক করলে একটি নতুন window আসবে। নতুন window তে উপরে Look in box এ ক্লিক করে আপনার C: drive সিলেক্ট করেদিন।
৩।এবার নিচের পপ-আপ মেনু থেকে windows>explorer.exe সিলেক্ট করুন এবং ওপেন করুন।
৪। explorer.exe ফাইলটি ওপেন হলে বাম পাসে 37 নাম্বার ফোল্ডার হতে 1033 এ ক্লিক করলে ডানপাশে “start” লেখা দেখতে পাবেন ওখানে “start” লেখার পরিবর্তে আপনার নিজের নাম বা অন্য কিছু লিখে উপরে Compile Script এ ক্লিক করুন।
৫।এবার save as এ গিয়ে Explorersajjat.exe এই নামে windows Directory এর ভিতর সেভ করুন। অবশ্যই আপনাকে “.exe” Extention যুক্ত করে দিয়ে সেভ করতে হবে। এবার Resource_Hacker Close করে বেরিয়ে আসুন।
৬।এরপর আপনাকে যা করতে হবে তাহলো start>Run এ গিয়ে regedit লিখে ওকে করুন। Registry editor Open হবে।
৭। Registry editor Open হলে সেখান থেকে HKEY_LOCAL_MACHINE, SOFTWARE, Microsoft, Windows NT, Current version, and Winlogon Expand করতে হবে।
8। এবার WinLogon folder এর ডান পাশ থেকে Shell এর উপর Right button এ ক্লিক করে Modify সিলেক্ট করতে হবে। এবার Explorer.exe এর পরিবর্তে Explorersajjat.exe লিখে দিন।
৯। এবার কাজটি শেষ করার পর Ok তে click করে বেরিয়ে আসুন। এবং কম্পিউটারটি রিস্টার্ট দিন ।
দেখুন আপনার Taskbar এর Start লেখাটি বদলে গিয়ে আপনার নিজের পছন্দের নামটি চলে এসেছে।
No comments:
Post a Comment